ফের পুলিশের অভিযানে উদ্ধার মাদক৷ গ্রেফতার এক মাদক কারবারী৷ বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইজোত সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানার পুলিশ। আটক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে ১৫২ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ধৃতকে আজ বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি ই-রিক্সা করে পানিট্যাঙ্কি থেকে মাদক নিয়ে নকশালবাড়ির দিকে আসছিল। ধৃতের নাম ভুপতি রায়, পানিট্যাঙ্কির চরনাজোতের বাসিন্দা। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানতে তদন্তে পুলিশ।