December 6, 2025
14

গুয়াহাটি, ৮ আগস্ট: আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার ভোরে শ্রীভূমি সেক্টর থেকে ১০ জন ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’কে নিরাপত্তা বাহিনী সীমান্ত পেরিয়ে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা অব্যাহত আছে এবং রাজ্যের জনসংখ্যা বিন্যাস বদলানোর যে কোনো প্রয়াস বরদাস্ত করা হবে না। ঘটনাটি শ্রীভূমি সেক্টরে ভোররাতে ঘটে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহেও শ্রীভূমি সেক্টর থেকেই ২৭ জনকে ফেরত পাঠানো হয়েছিল; সাম্প্রতিক মাসগুলোতে এভাবে মোট ৩৮৭-এর বেশি অভিযুক্ত অনুপ্রবেশকারীকে প্রতিহত করা হয়েছে। সরকার ‘অনুপ্রবেশমুক্ত আসাম’ গড়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

ভারত-বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের ১,৮৮৫ কিলোমিটার জুড়ে সীমান্তরক্ষী বাহিনী নজরদারি জোরদার করেছে; বাংলাদেশে গত বছরের অস্থিরতার পর থেকেই এই সতর্কতা বাড়ানো হয়। রাজ্য পুলিশও সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতায় রয়েছে, এবং বৈধ নাগরিকত্বপত্র ছাড়া কেউ ঢুকতে চাইলে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানোর নীতি চালু আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, রাজ্য সরকার বিভিন্ন জেলায় অবৈধ দখল উচ্ছেদের অভিযানও চালাচ্ছে; মুখ্যমন্ত্রী সম্প্রতি গোলাঘাট জেলার উরিয়ামঘাট এলাকায় উচ্ছেদ-নোটিশ জারি হওয়া জায়গাগুলো পরিদর্শন করেন। ভিজিআর/পিজিআর, শত্র, নামঘর ও বনভূমিসহ সরকারি জমিতে অনধিকার দখল পর্যায়ক্রমে সরিয়ে ফেলার অবস্থান পুনর্ব্যক্ত করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *