December 6, 2025
WhatsApp Image 2024-08-06 at 6.03.41 PM

মিশরকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। পিছিয়ে পড়া সত্ত্বেও, জন ফিলিপ মাতেতার জোড়া গোল এবং মিশেল ওলিসের একটি গোলের সুবাদে দল জিতেছে। সোনার লড়াইয়ে ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে তারা।

প্রথম গোল হারানোর পর থিয়েরি হেনরির ফ্রান্স হেরে যাওয়ার শঙ্কায় ছিল। ৬২তম মিনিটে প্রথম গোলটি করেন মিশরের মাহমুদ সাবের। ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফ্রান্সের হয়ে গোল করে সমতা ফেরান ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার মাতেতা। তিনি ওলিসের বাড়ানো বলে গোল করেন। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাতো। টুর্নামেন্টে মাতেতার এখন চার গোল। ম্যাচের ১০৮তম মিনিটে গোল করেন অলিস। ম্যাচের ভাগ্য সেখানেই লেখা হয়।

ফ্রান্স ফুটবল দল এর আগে ১৯৮৪ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। অর্থাৎ ৪০ বছর পর স্বর্ণপদক জয়ের সুযোগ ফ্রান্স ফুটবল দলের সামনে। স্পেনও শেষবার ৩২ বছর আগে ১৯৯২ সালে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। শেষে টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে হেরে তাদের স্বপ্ন ভেঙ্গে যায়। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগামী বৃহস্পতিবার খেলবে মিশর ও মরক্কো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *