এক লহমায় চারপাশ স্তব্ধ হয়ে গিয়েছে রবিবার রাত থেকেই, পশ্চিম দিল্লি এসে দাঁড়িয়েছে এক হৃদয়বিদারক ঘটনার মুখে। জানা গিয়েছে যে ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধু মারামারিতে একে অপরকে হত্যা করেছেন। কিন্তু কী এমন ঘটেছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুই ছোটবেলার বন্ধু একে অপরের শত্রু হয়ে গেলেন?
ঘটনাটি পশ্চিম দিল্লির খেয়ালা এলাকার। ৩৫ বছর বয়সী আশিক আলি ওরফে আরিফ এবং ৩৬ বছর বয়সী সন্দীপ যাদব উভয়েই এই এলাকার বাসিন্দা, প্রতিবেশী ছিলেন তাঁরা, ঠিক তিনটি বাড়ি দূরত্বে ছিল তাঁদের ঘর। তাঁদের বন্ধুত্বও বহু বছরের পুরনো। দু’জনেই একই এলাকায় বড় হয়েছিলেন, একসঙ্গে খেলেছেন এবং সুখ-দুঃখে একে অপরের পাশে থাকতেন। সন্দীপ বডি বিল্ডিংয়ের জন্য সাপ্লিমেন্ট বিক্রি করতেন এবং আরিফ পোশাকের ব্যবসা করতেন। তাঁদের উভয় পরিবারই একে অপরকে ভালভাবে চিনত। কিন্তু রবিবার রাতে বন্ধুত্ব এমন শত্রুতায় পরিণত হল যা পুরো এলাকাকে ধাক্কা দিয়েছে।
